নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইন পাস হলে মানবাধিকার ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহদীন মালিক।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে `ডিজিটাল সিকিউরিটি বিল-২০১৬ পর্যালোচনা ও নাগরিক অধিকার` শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
শাহদীন মালিক বলেন, আমাদের দেশে এখন সাইবার অপরাধ হচ্ছে। এসব অপরাধ বিচারে আইন দরকার। তবে ডিজিটাল সিকিউরিটি আইনের যে খসড়া করা হয়েছে এর ৯০ শতাংশই অগ্রহণযোগ্য। এটি পাস হলে মানবাধিকার ক্ষুণ্ণ হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ডিজিটাল সিকিউরিটির আইনের খসড়ার ধারা-৩ এ বলা হয়েছে- এটি একটি সম্পূরক আইন। এতেই বুঝা যায়, আইনটির কোনো প্রয়োজন নেই। ক্ষমতা প্রয়োগের চিন্তা থেকে এ আইন তৈরি করা হয়েছে।
বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তা এজেন্সি গঠনের কথা বলা হয়েছে। এটি আইসিটি বিভাগের অধীনে থাকবে। অন্যদিকে এ আইনে অনেক অসামঞ্জস্যতা রয়েছে। এতে এর অপব্যবহারের সুযোগ বাড়বে।
সভায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জিয়াউর রহমান প্রমুখ।