নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা।
এর অংশ হিসেবে, গত ০২ জুন, ২০২১, বুধবার থেকে আজ ০৯ জুন ২০২১ পর্যন্ত ডিজিটাল সিটিজেনশিপ টুলকিট নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ৬টি অনলাইন ফিডব্যাক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সরকারি বি.এম. কলেজ থেকে সচেতন শিক্ষার্থীরা।
ওয়ার্কশপে ডিজিটাল সিটিজেনশিপ টুলকিটের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল সিটিজেনশিপ টুলকিটের অংশ হিসেবে তৈরি করা হবে একটি হ্যান্ডবুক, একটি ই-লার্নিং ওয়েবসাইট যেখানে ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ে অনলাইন কোর্স করার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা হ্যান্ডবুক, ই-লার্নিং ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে যে লার্নিং ভিডিও তৈরি করা হবে তার খসড়া নমুনা তুলে ধরা হয়। শিক্ষার্থীরা এই লার্নিং কনটেন্ট পর্যালোচনা করে তাঁদের গঠনমূলক মতামত ও প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেন।
এই পরামর্শগুলো লার্নিং কনটেন্টগুলো উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। লার্নিং কনটেন্টগুলো উন্নয়নের পর http://www.digitalcitizenbd.com/ ওয়েবসাইটে তুলে ধরা হবে। অনলাইন লার্নিং পোর্টালটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং যে কেউ ওয়েবসাইটটির ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক চমৎকার অনলাইন কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবেন।