নিজস্ব প্রতিবেদক : বহুভাষিক শিক্ষাসহ বহুভাষাবাদ, সংঘর্ষ প্রতিরোধ, টেকসই শান্তি স্থাপন এবং মানবিক ও উন্নয়নমূলক বিষয়গুলোকে আরো অগ্রসর করতে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন (ডিপিআই) কে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
২৫ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে কমিটি অন ইনফরমেশনের ৩৯তম সেশনে তিনি এ আহ্বান জানান। বুধবার জাতিসংঘের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, গত আট বছরে বাংলাদেশ সরকার ৪৪টি টেলিভিশন চ্যানেল, ২২টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দিয়েছে। দেশে নতুন নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। অনলাইনসহ সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী রাখার অন্যতম নিয়ামক।
বাংলাদেশ মিশনকে সাথে নিয়ে এ বছর ২১ ফেব্রুয়ারি ডিপিআই এবং জেনারেল অ্যাসেম্বলি ও কনফারেন্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যৌথভাবে জাতিসংঘ সদরদপ্তরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপন করায় স্থায়ী প্রতিনিধি ডিপিআইকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত মোমেন কমিটি অন ইনফরমেশনে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে ডিপিআইয়ের কর্মকৌশলকে আরো এগিয়ে নিতে বাংলাদেশ ডেলিগেশনের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২৪ এপ্রিল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের আওতাধীন কমিটি অন ইনফরমেশনের ৩৯তম সেশন শুরু হয়েছে। পরবর্তী এক বছর এ কমিটির কাজ চলবে।


