টঙ্গী, গাজীপুরে ডিভাইন স্ট্যান্ডার্ড স্কুল এন্ড হিফয মাদ্রাসার দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খন্দকার গোলাম মোস্তফা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নূরে আলম মামুন, সচিব, বিআরটিসি এবং রাবেয়া সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। উদ্বোধক ছিলেন- মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান, ভিন্নমাত্রা প্রকাশনী ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ সালাম, প্রতিষ্ঠাতা, বালাদিল আমিন; মোঃ হোসাইন মাহমুদ, প্রভাষক, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা; মিফতাহ উদ্দিন, প্রিন্সিপাল, দারুল কুরআন মাদ্রাসা এবং এইচ এম আশরাফ আলী, ভাইস প্রিন্সিপাল, মুকদ্দামাতুল কুরআন মাদ্রাসা।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, দ্বীন ও দুনিয়ার সমন্বয়ে নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উপস্থিত অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানটির শিক্ষাদর্শন ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।


