ডিভিডেন্ড দেবে মার্কেন্টাইল ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।

ঘোষণা অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ডসভা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মার্কেন্টাইল ব্যাংকের বোর্ডসভা আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।