
ক্রাইমরিপোর্টা নীলফামারীঃ-নীলফামারীর ডিমলায় সুজয় কুমার রায়- মদিনা (৩৫)
নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।আজ বুধবার তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।সে
উপজেলার সদরের দক্ষিন তিতপাড়া গ্রামের মেডিকেলমোড় এলাকার মৃত কাত্তিক চন্দ্র রায় চৌকিদারের পুত্র।
জানা গেছে, মঙ্গলবার (২৪ জানুয়ারী)রাতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাবুরহাট বাজার থেকে তাকে আটক করে ডিমলা থানা পুলিশ।এ সময়ে তার কাছ থেকে- ৯টি ইয়াবা ট্যাবলেট, প্রায় দুই শত গ্রাম গাঁজা সহ মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
ডিমলা থানার সাবইন্সপেক্টর শাহাবুদ্দিন আহম্মেদ জানান, মাদক ব্যবসায়ী মদিনাকে মাদকসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং -(১৫)তারিখ ২৪/০১/২০১৭ ইং।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।