ডিমলায় অবৈধ পাথর উত্তোলনে ফের গেফতার-১

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধিঃ- দেশের সর্ববৃহত সেচ প্রকল্প তিস্তার ব্যারাজে চলছে রাতের আধারে ফের পাথর উত্তোলন। অবৈধ পাথর উত্তোলনকারীরা নৌকা বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে ভোরে তিস্তার ডানতীর কলম্বীয়া বাধসহ বিভিন্ন স্হানে পাথর আনলোড করছে। অভিযোগ উঠেছে টেপাখড়িবাড়ী ইউনিয়নের সহকারী ভুমি কর্মকর্তা ইলতুসমিন কবীর কে মাসেয়ারা দেবার কারনে উপজেলা প্রশাসন নিবর ভুমিকা পালন করছে।আর গত মৌসুমে অবাধে অবৈধ ভাবে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলনের ফলে বন্যায় নদীর গতিপথ পরিবর্তনে হয়ে উপজেলার ৩০হাজার পরিবার সর্বস্ব হারিয়ে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।শুধু তাই নয় পাথর লোড-আনলোডসহ অবাধে ক্রেয়িং করার কারনে উপজেলার সবগুলো প্রধান সড়ক ও বাইপাস সড়ক গুলো চরম অস্তিত্ব সংকটে পড়ে একেবারেই হয়ে পড়েছিল চলাচলের অনুপযোগী! সেই সময়ে এ ঘটনাটি আলোচিত হলে উপজেলা প্রশাসনের নির্দেশে বেশকিছু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিষিদ্ধ করা হয় পাথর উত্তোলন।
পরে অসাধু পাথর উত্তোলনকারীরা কৌশল অবলম্বন করে কখনো নৌকায়,কখনো সেফের মাধ্যমে ও রাতের আধারে নৌকায় বোমা মেশিন বসিয়ে অবৈধ পাথর উত্তোলন চালিয়ে আসছিলেন।আর এসব উত্তোলনককারীদের নামে মামলা হলেও তা উপজেলা প্রশাসনের কারসাজীর কারনে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে বিশেষ আইনে মামলা না হয়ে,হয়েছে বালু-মাটি উত্তোলনের মামলা!
শেষ ডিমলা উপজেলার তিস্তা হতে পাথর উত্তোলন করার দায়ে নতুন করে একজনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।তারই সুত্রধরে পুর্বের মামলা সংক্রান্ত বিষয়ে তথ্য নিতে গিয়েই বেড়িয়ে এসেছে উপজেলা প্রশাসনের বানিজ্যের থলের বিড়াল!যা নিয়ে গোটা জেলা জুড়েই চলছে ব্যাপক তোলপাড়।
শুক্রবার(৬ই জানুয়ারী) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে পাথর উত্তোলনের মামলায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের নালু মিয়ার পুত্র নজরুল ইসলামকে  (৪৫)কে গ্রেফতার করে।
তিস্তা নদী থেকে পাথর ও বালু উত্তোলন সরকারীভাবে অনেক পুর্বেই নিষিদ্ধ করা হলেও সে সহ একটি মহল দীর্ঘদিন থেকে পাথর ও বালু উত্তোলন করার ফলে তিস্তার ডানতীর বাধের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বাধটিতে প্রতিদিন শত শত ট্রলি ও ট্রাক্টর চলার কারনে অধিকাংশ স্থান ধসে নষ্ট হলেও পানি উন্নয়ন বোর্ড পাউবো’ ও উপজেলা প্রশাসন  নিরব ভুমিকা পালন করছেন।যা কিনা এলাকাবাসীর কাছে রহস্যজনকই।
তিস্তা নদী থেকে বালু পাথর উত্তোলন করায় বিশেষ ক্ষমতা আইনে মামলার নিয়ম থাকলেও গত ২২ ডিসেম্বর টেপাখড়িবাড়ী সহকারী ভুমি কর্মকর্তা (তহসিলদার) ইলতুসমিন কবীর বাদী হয়ে ৭জনকে আসামী করে বালু মহল ও মাটি ব্যবস্থপনা আইনের ৪ (১৫) ধারায় মামলা দায়ের করেন।
অভিযোগ উঠেছে তিস্তার অবৈধ পাথর উত্তোলনকারী নিকট মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তহসিলদার বিশেষ ক্ষমতা আইনের পরিববর্তে মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করেন। যার নিয়মিত ভাগ উপজেলা প্রশাসনও পেতেন!নইলে তহসিলদার এমন দুঃসাহসিকতা কোনো ভাবেই দেখাতে পারতেননা।উপজেলা প্রশাসনের কোনো সরকারী কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের দায়ভার যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা এড়িয়ে যেতে পারেন না,তেমনি উপজেলার কোনো তহসিলদারের অনিয়ম-দুর্নীতিও উপজেলা ভুমি কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি)সেটিরও দায়ভার কোনো ভাবেই এড়িয়ে যেতে পারেন না।
এ বিষয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা ইলতুসমিন কবীরের কাছে জানতে চাইলে তিনি দায়সারা ভাবেই জানান, তিস্তা নদীতে পাথর উত্তোলন করা হয় না। বালু উত্তোলন করার কারনে বালু মহল ও মাটি ব্যবস্থপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মামলার এজাহারে বালু মহল ও মাটি ব্যবস্থপনা আইনের ৪ (১৫) উল্লেখ করে মামলা দেয়ায় পুলিশ কোনো ভাবেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায় জানান, তিস্তা নদীতে পাথর উত্তোলন করায় মামলা কিভাবে সহকারী ভুমি কর্মকর্তা বিশেষ ক্ষমতা আইনের পরিবর্তে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দিয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে। অবৈধ পাথর উত্তোলনকারীদের সাথে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তার উৎকোচ নেয়ার বিষয়টি প্রমানিত হলেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, উক্ত ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, একটি মহল রাতের আধারে তিস্তায় পাথর উত্তোলন করায় বিজিবি সদস্যদের দিয়ে তিস্তায় টহল বৃদ্ধি করা হয়েছে। তিনি স্বীকার করে বলেন, তিস্তার পাথর উত্তোলন করা হলেও কিভাবে বালু উত্তোলন মামলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।এবং ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি প্রমান পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।