ডিমলায়-অবৈধ ভাবে গরু এনে শুল্ক ফাকির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ– নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্তের মাধ্যমে ভারত হতে গরু এনে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগের মামলায় পুলিশ আব্দুল আজিজ (৩০) নামের এক গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়।সে উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের মৃত- রফিকুল ইসলামের পুত্র।সোমবার রাতে তাকে চোরাই ভাবে নিয়ে আসা চারটি গুরুর মামলায় আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে,  শুল্ক ফাকি দিয়ে ভারতীয় ৪টি গরু অবৈধভাবে বাংলাদেশে পাচারের অপরাধে উপজেলার বালাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর (১) (খ) ধারায় ডিমলা থানায় মামলা  দায়ের করেছেন।
আর মামলার বাদী সুবেদার জানান,, ভারত থেকে অবৈধভাবে আব্দুল আজিজ ও একই এলাকার তাহের আলী ছেলে রফিকুল ইসলাম (৩৪) দীর্ঘদিনের মতই চোরাই পথে ৪টি গরু নিয়ে আসে।যার আনুমানিক বাজার মুল্য ১ লাখ ৫০হাজার টাকা।
আমরা(বিজিবি) আটককৃত চারটি গরু মঙ্গলবার পাটগ্রাম শুল্ক কার্যালয়ে জমা দিয়েছি।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুল্ক ফাকি অভিযোগের মামলায় আটককৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।