মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার(৩০শে ডিসেম্বর)শেষ বিকেলে নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আনুষ্ঠানিক ভাবে এই অফিসটি উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলার বালাপাড়া ইউনিয়নে উক্ত ইউনিয়ন আঃ লীগ সভাপতি সাইদুল ইসলাম সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া, বালাপাড়া ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক আফরাইম আল মিছরী বাবলু।এ ছাড়াও এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, উপজেলা আঃলীগ নেতা-নুর ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সুইট মাহমুদ,উইনিয়ন ছাত্রলীগের সভাপতি-রাসেল,সাধারন সম্পাদক-মাখনসহ উক্ত ইউনিয়ন আঃলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ।