ডিমলায়-কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর ডিমলা থানার পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ই নভেম্বর)বিকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে বিকালের এই সভায় প্রধান অতিথি হয়ে উপস্হিত ছিলেন- নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর,উক্ত ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুল হক।2016-11-16-03-00-21
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাবইন্সপেক্টর শাহাবুদ্দিনের উপস্হাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলার খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল শাহীন, ডিমলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক-সহিদুল ইসলাম, উক্ত ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আব্দুল গফুর, উপজেলা যুবলীগের সভাপতি-শৈলেন চন্দ্র রায়,টেপাখড়িবাড়ি ইউপির সরকারদলীয় চেয়ারম্যান পদ প্রার্থী ছাত্রনেতা ময়নুল হক,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সায়েম সরকার প্রমুখ।
সভায় এ সময়ে বক্তাগন-সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক,জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে ও অপরাধীদের সনাক্তকরনসহ নানান বিষয়ে সহযোগীতার আহ্বান জানানো হয়।