মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ-নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চলো পাল্টাই এর তৃতীয় বর্ষপুর্তি পালন করা হয়েছে।
চলো পাল্টাই সমাজ পরিবর্তনের বার্তা নিয়ে বন্ধু সভার আয়োজন করে।
ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয় ও ডিমলা সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
সোমবার সকালের এই সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা আফতাব উদ্দিন সরকার। ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিমলা জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম খান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজার রহমান, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।