
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ছাত্রলীগের মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার(১৮ই মে)সন্ধ্যায় সদরের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মতবিনিময় ও কর্মী সমাবেশ উদ্ধোধন করেন জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,
বিশেষ অতিথি- কেন্দ্রীয় ছাত্রলীগ কার্য্য নির্বাহী সংসদের সহ-সম্পাদক রুহুল আমীন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সইদুল ইসলাম,প্রধান বক্তা-জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকারের সভাপতিত্বে সমাবেশে উপজেলা ছাত্রলীগ,দশ ইউনিয়ন ছাত্রলীগ,ওয়ার্ড ছাত্রলীগ, কলেজ শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিট ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,ডিমলা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন।