আব্দুল করিম যাদু,(ডিমলা) নীলফামারী প্রতিনিধিঃঃ-নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে তসলিম(৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী তিস্তায় তসলিমের লাশ ভাসতে দেখে তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসীর সহযোগীতায় তিস্তা নদী লাশটি উদ্ধার করেন।তসলিম উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত,মনির খন্দকারের পুত্র।পরিবার সুত্রে জানা গেছে,তসলিম প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নদীতে মাঝ ধরতে ও নদী অববাহিকায় ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে যান। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়েও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আত্নীয় স্বজনসহ এলাকায় ভোর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তসলিমের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন।আর তসলিমকে খুজতে খুজতে ভোর রাত হয়ে যাওয়ায় তার পরিবার বিষয়টি আর থানাকে অবগত করতে পারেননি।তাই তারা আজ বৃহস্পতিবার সকালে থানা পুলিশ অবগত করবেন মর্মে সিদ্ধান্ত নিয়েছিলেন।কিন্তু আজ সকালে এলাকাবাসী দক্ষিণ খড়িবাড়ির তেলীর বাজার এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে হই-হুল্লোড় করলে ঘটনাস্হলে তসলিমের পরিবারের লোকেরা ছুটে এসে লাশ সনাক্ত করেন।
গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান-ইবনে ফয়সাল মুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।