মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধিঃঃ– নীলফামারীর ডিমলায় রোববার দুপুরে উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের দুর্গম এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। তিস্তার পাড় সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার জেডএ সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান, ক্লিনিকের জমিদাতা এসএম ওসমান গনি প্রমুখ।