ডিমলায় দখলকৃত সরকারী জমি উদ্ধারের দাবীতে ব্যবসায়ী ও এলাকাবাসীর অবস্থান ধর্মঘট

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর ডিমলায় রোববার শটিবাড়ী বাজারের সরকারী সম্পতি,দখলকৃত সরকারী মহিলা মার্কেটের প্রবেশ,টেপাখড়িবাড়ি ইউনিয়নের বড় একটি অংশ-কলোনী পাড়া তেলীর বাজার গ্রামের প্রবেশ পথের দলককৃত রাস্তা উদ্ধারের দাবীতে অবস্থান ধর্মঘট করেছে ব্যবসায়ীসহ উক্ত দুই ইউনিয়নের এলাকাবাসী। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ঘন্টা গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে প্রধান রাস্তায় বসে অবস্থান ধর্মঘট পালন করেন তারা।পরে ঘটনাস্হলে ছুটে যান উপজেলা চেয়ানম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।তিনি আন্দোলনকারীদের প্রয়োজনীয় বিষয়ে দ্রুত সময়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেন। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন হাটের সরকারী সম্পত্তি উদ্ধার না করলে আগামী রোববার অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে। অবস্থান কর্মসুচী শেষে ব্যবসায়ীদের স্বাক্ষরিত স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।2016-10-30-14-46-57
শটিবাড়ী বাজারের ৫ দশমিক ৪২ একর সম্পত্তির মধ্যে ৩ একর সম্পতি অবৈধ দখলকারীগন দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। সেখানে তৈরি করা একাধিক  হয়েছে বড়-বড় পাকা দালান ঘর, বিভিন্ন অবকাঠামো, বন্ধ করে দেয়া হয়েছে যাতায়াতের রাস্তা।বাজারের উল্লেখিত সম্পত্তি  কম থাকার কারনে তোহা বাজার, গরুরহাট, কাচাবাজার বসানোর জায়গার চরম সংকট দেখা দেয়। প্রতিনিয়ত রাস্তার দুই পার্শে, বিভিন্ন দোকান ঘরের সামনে এমনি চলাচলের(রাস্তার) গলিতে কাচাবাজার দেয়ায় চরম বিরম্বনায় প্রতিনিয়ত এলাকাবাসীকে পড়তে হচ্ছে। সরকারী সম্পত্তি দখল হওয়ায় শুটিবাড়ি সরকারী মহিলা মার্কেট যাতায়াতের রাস্তাসহ টেপাখড়িবাড়ী থেকে শুটিবাড়ী আসার রাস্তা বন্ধ হবার ফলে এলাকবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।আন্দোলন কারীদের অভিযোগ, প্রশাসন নিরব ভুমিকার কারনে সত্রতত্র হাটের সম্পতি দখল করছে একটি প্রভাবশালী মহল।
হাটের সম্পতি উদ্ধারের দাবীতে গত ১৭ অক্টোবর শুটিবাড়ী হাটের সরকারী জমি উদ্ধারের দাবীতে বাস্তবায়ন কমিটির ১কিলোমিটার ব্যাপী  মানববন্ধন পালন করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা ভুমি কর্মকর্তা (ভুমি কমিশনার)মিল্টন চন্দ্র রায়ের নির্বোধ ভুমিকা রহস্যজনক!!
অবস্থান ধর্মঘট কর্মসুচীতে মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টেপাখড়িবাড়ী আ”লীগ নেতা ময়নুল হক, ব্যবসায়ী আব্দুল বাতেন, মমিনুর রহমান, হাটের ইজারদার রাসেল সরকার, আনোয়ার হোসেন, ইউপি সদস্য বাবর আলী প্রমুখ। শটিবাড়ী বাজারের সরকারী জমি উদ্ধারের দাবীতে আন্দোলনকারী সাথে একতত্বা প্রকাশ করেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, শটিবাড়ী হাটের সরকারী সম্পত্তি উদ্ধারে খুব দ্রুত প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহন করবে।