মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারী জেলার ডিমলায় বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও পল্লীশ্রী রিকল প্রকল্পের ও আরডিআরএসের সহযোগীতায়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালী উপজেলার বিভিন্ন মোড় প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা- তবিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদ তালুকদার, আরডিআরএস বাংলাদেশ ডিমলার প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালাম, পল্লীশ্রী রিকল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন প্রমুখ।