ডিমলায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় সোমবার বিকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষের হলরুমে নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম
সরকার, মুক্তিযোদ্ধা আশরাফ আলী, র্পুবছাতনাই ইউনিয়ন চেয়ারম্যান-আব্দুল লতিফ খান,খগাখড়িবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান-রবিউল ইসলাম লিথন, টেপাখড়িবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান-রবিউল ইসলাম শাহিন।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ১০ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ডিমলা থানার ওসি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ডিমলা প্রেসক্লাবের সভাপতি- সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন,সাধারন সম্পাদক-জাহেদুল ইসলাম জাহিদ,যুগ্ন সাধারন সম্পাদক-উইনুস আলী মোল্লা,অর্থবিষয়ক সম্পাদক-মহিনুল ্ইসলাম সুজন,সদস্য নুরনবী ইসলাম প্রমুখ।