মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃ-নীলফামারীর ডিমলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আজ শনিবার দুপুরে বায়োজিত(৬)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু বায়োজিত একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা গ্রামের সোহেল রানার ছেলে।
শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, শিশুটি তার মা সহ গত দুই আগে গয়াবাড়ি গ্রামে নানা হোসেন আলীর বাড়িতে বেড়াতে এসেছিল।আজ শনিবার দুপুরের সময় নানার বাড়ির অদুরে একটি পুকুরে মাছধরা দেখতে গিয়ে সে নিজেই পুকুরে পড়ে ডুবে গেলে এলাকাবাসী পুকুরে জাল ফেলে শিশুটিকে উদ্ধার করে ডিমলা সরকারী হাসপাতালে নিয়ে আশলে জরুরী বিভাগের কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।