ডিমলায়-প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ৭০টি কেন্দ্রে সরাসরি দেখানো হলো

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার(৪ঠা জানুয়ারী) রংপুর বিভাগের পাচ জেলার তৃনমুল পর্যায়ে জনগনের সাথে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত  ভিডিও কনফারেন্সটি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৭০টি কেন্দ্রে থেকে সরাসরি দেখানো হয়েছে। উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে, ১০টি ইউনিয়ন পরিষদে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি প্রজেক্টরে বড় পর্দায় ভিডিও কনফারেন্সেটি দেখানো হয়। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা  তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা সহকারী কমিশনার(ভুমি),উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক-সইদুল ইসলাম,ডিমলা সদর ইউপি চেয়ারম্যান-আবুল কাশেম সরকার,উপজেলা পল্লীশ্রী রি-কল এর সমন্বয়কারী-পুরান চন্দ্র, উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের প্রধানগন, মুক্তিযোদ্ধা, শিক্ষক,রাজেনৈতিক নেতাকর্মী,সুধীজনসহ সকল পেশা ও শ্রেনীর শত শত মানুষজন উপস্থিত ছিলেন।এ ছাড়াও উপজেলার ৭০টি কেন্দ্রেই জন সাধারনের উপস্হিত ছিলো চোখে পড়ার মতই।