ডিমলায় ফের অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু।।প্রশাসনের ডুয়েট অভিনয়

নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ-নীলফামারীর ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা অববাহিকায় ফের অবৈধ ভাবে বোমারু মেশিন বসিয়ে অবাধে পাথর উত্তোলন শুরু করে দিয়েছেন একটি অর্থ পিপাসু কু-চক্রি মহল!
> আর উপজেলা প্রশাসন পাথর উত্তোলনের বিরোধীতা যারা করছেন এবং পক্ষে যেসব অসাধু ব্যক্তি সাফাই গাইছেন তাদের উভয় পক্ষকেই মনগড়া কথা বলে ডুয়েট অভিনয় করে চলেছেন।
গত বছরে দীর্ঘদিনযাবত  নামে মাত্র লাইসেন্সের দোয়াই দিয়ে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে উক্ত ইউনিয়নসহ তিস্তা  অববাহিকায় শত শত বোমারু মেশিন বসিয়ে অবাধে অবৈধ ভাবে পাথর উত্তোলনের করবার ফলে গত বর্ষা মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই উপজেলায় বন্যায় প্রায় সর্বস্ব হারায়-৩০ হাজার অসহায় মানুষ।যাদের অনেকেরই বন্যায় বসতভিঠা-বাড়িঘর বিলিন হওয়ায় বাচার আশায় আশ্রয় নেন আশ পাশের বাধ,মাঠ,নদীর ধারসহ বিভিন্ন উচু স্হানে।হুমকির মুখে পড়ে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারজ! সেই বন্যার ব্যাপক ক্ষতি কাটিয়ে এখনো অনেকেই ফিরতে পারেননি পুর্বের বসতভিঠাতেও।
ধীরে ধীরে এবারের বন্যা এমন আকার ধারন করে যে,একাধিকবার সরকারদলীয় কেন্দ্রীয় নেতারাসহ একাধিক মন্ত্রী,প্রতিমন্ত্রী,সংসদ সদস্য,এনজিওর প্রতিনিধিদল ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন করে ত্রান বিতরন করেন।শুধু তাই নয় এসব পাথর দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে প্রতিদিন এই এলাকা হতে শত শত ১০ চাকার ট্রাক ও ধারন ক্ষমতার চেয়েও অধিক পাথরবহনকারী ৮চাকার ট্রাক অবাধে চলাচল করে উপজেলার এমন কোনো সড়ক নেই যার বেহালদশা করেনি।বিভিন্ন গনমাধ্যমে স্বরনকালের এই ভয়াবহ বন্যার সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।2016-11-11-00-59-26
সংশ্লিষ্ট্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপে এক সময় বন্ধ হয়ে যায় তাই অবৈধ ভাবে পাথর উত্তোলন।কিন্তু কিছু দিন যেতে না যেতে গত মাসে টেপাখড়িবাড়ি ইউনিয়নের সরকারদলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী অগঠনতান্ত্রিক ভাবে থেকে যাওয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ময়নুল হক(৩৫) এর নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে -স্হানীয় সংসদ সদস্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও কৌশল পরিবর্তন করে নৌকায় সেফ মেশিন বসিয়ে নদীতে শত শত নৌকা দিয়ে শুরু করেন পাথর উত্তোলন।অবশ্য উপজেলা প্রশাসন সেখানে দুইবার লোক দেখানো অভিযান পরিচালনা করে মাত্র কয়েকটি নৌকা ও মেশিন পুড়িয়ে ফেললেও স্হায়ী ভাবে সেফের মাধ্যমেও পাথর উত্তোলন একেবারে বন্ধ করতে পারেরনি! কারন উপজেলা প্রশাসন সর্বদাই এই বিষয়ে ডুয়েট অভিনয় করেছেন! বেশ কিছুদিন সেফের মাধ্যমে নদী থেকে পাথর উত্তোলন হতে দেখে পুনরায় বোমারু মেশিন দিয়ে পাথর উত্তোলনকারীরা সক্রিয় হয়ে উঠেন।আর নদী থেকে ভারী বোমারু মেশিন বসিয়ে আবারও পাথর উত্তোলন করতে চেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে  দৌড়-ঝাপ শুরু করলে প্রশাসনের কর্তাগন  ” ধরী মাছ না ছুই পানির ভুমিকা করে স্হানীয় সংসদ সদস্য-(নীলফামারী-১)বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার কে ম্যানেজ করে মেশিন চালানোর উপদেশ দেন গোপনে তাদের।যদিও বা প্রকাশ্যে জনসম্মুখে এমনটা বলেননি কখনো।
কিন্তু স্হানীয় সংসদ সদস্যের কাছে পাথর উত্তোলন সিন্ডিকেটের মহলটি একাধিক বার ধর্না দিয়েও কোনো সুফল পাননি।স্হানীয় এমপি অবৈধ পাথর উত্তোলনকারীদের সাফ জানিয়ে দেন কোনো ভাবেই পাথর উত্তোলন করতে দেয়া হবেনা এবং যারা এমনটা ভুল করে চেষ্টা করবেন তাদেরও কোন প্রকার ছাড়ও দেয়া হবেনা সে যেই হোক না কেনো।
অবশ্য উপজেলা প্রশাসনের কর্তাগন সর্বদাই চান পাথরের মেশিন চলুক।কারন এই উপজেলায় উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তরে কর্মরত থেকে মাত্র ক’দিন নদীতে পাথর উত্তোলনের সুযোগ করে দিতে পারলেই তারা রাতা-রাতি বনে যাবেন কোটিপতি।যার উপযুক্ত প্রমান অতিতে অনেক দৃশ্যমান হয়ে আছে।
সর্বশেষ পাথর সিন্ডিকেট মহলটি স্হানীয় সংসদ সদস্য নাছোড়বান্দার অসম্মতি জানতে পেরে সেদিকে আর সময় নষ্ট করেননি।এমনকি বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে শুধুমাত্র ক্ষমতা ও গায়ের জোড়ে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত ৯ই নভেম্বর উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলীর বাজার এলাকায় তিস্তানদী অববাহিকার ডানতীরে প্রকাশ্যে দিনরাত বোমারু মেশিন বসিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করেন- পাথর ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম দুই মুল হোতা রফিক ও মাজেদ।
যা জেনে শুনেও কিনা উপজেলা প্রশাসন ছিলেন রহস্যজনক ভুমিকায়!! সরে জমিনে বৃহস্পতিবার উক্ত ইউনিয়নে সাংবাদিকরা গেলে একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন,এমন নাটক আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি।আমরা এই এলাকার মানুষেরা প্রতি বছর বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হলেও বন্যা যেতে না যেতে উপজেলা প্রশাসনসহ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে কিছু স্বার্থনেসি মহল শুরু করে দেয় অবৈধ ভাবে পাথর উত্তোলন।যাতে তারা আর্থিক ভাবে লাভবান হলেও জনদুর্ভোগের কুল থাকেনা এলাকার মানুষের।এলাকার রাস্তা-ঘাট,ব্রীজ,কালভার্ড এমনকি সরকারের কোটি কোটি ব্যয়ে নদী রক্ষা একাধিক বাধ গুলো দিয়ে অবাধে পাথর ক্রেরিং করবার কারনে সেগুলো অল্পদিনেই অস্হিস্ত্য সংকটে পড়ে হয়ে গেছে চলাচলে অনুপযোগী।
অন্যদিকে দুই পাথর ব্যবসায়ী অবৈধ ভাবে পাথর উত্তোলন করায় এলাকায় যখন ব্যাপক তোলপাড় চলছিলো ও প্রশাসন তাদের খুজে পাচ্ছিলনা বলে দাবি করছিল ঠিক তখনি গত (১০ই নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনেই ওই দুইজন সহ পাথর ব্যবসায়ীদের ১০/১২জন ব্যবসায়ীর সাথে প্রকাশ্যই খোশ গল্পে মেতে উঠতে দেখা গেলো উপজেলা পরিষদ চেয়ারম্যান-তবিবুল ইসলামকে!পাশে দার করানো অপেক্ষমান একটি মাইক্রোবাস।সরেজমিনে সেখানে গিয়ে এক পাথর ব্যবসায়ীকে আড়ালে ডেকে কারন জানতে চাইলে তিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক হয়ে জানান,উপজেলা পরিষদ চেয়ারম্যান-তবিবুল ইসলামের সাথে তাদের ২০লাখ টাকার চুক্তি হয়েছে পাথর উত্তোলনের ব্যবস্হা করে দিবেন মর্মে।আর তাই তার সাথে জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক দপ্তরকে ম্যানেজ করতেই নীলফামারীতে যাওয়া হচ্ছে তাকে নিয়ে বলেও জানান ওই ব্যবসায়ী।
কথা বলবার অল্পকিছুক্ষনের মধ্যেই সে কথার বাস্তবতা দেখা যায় নিজ চোখেই।দেখা যায় মাইক্রোবাসটির সামনের সিটে উপজেলা চেয়ারম্যান নিজে বসে বাকী সব পাথর ব্যবসায়ীদের গাড়ির পিছনে বসিয়ে জেলার উদ্দেশ্যে যেতে।অভিযোগ নয় যতেষ্ট  প্রমান রয়েছে যে,গত বছরে তিস্তানদীতে ভারী বোমারু মেশিন বসিয়ে যেসময়ে অবাধে অবৈধ ভাবে পাথর উত্তোলন চলেছিলো তখন এই উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম একজন জন প্রতিনিধি হয়েও সাধারন মানুষের ও রাস্তাঘাটের কথা ভেবে মেশিন বন্ধে তো কোনো প্রকার পদক্ষেপ গ্রহনই করেননি, উল্টো কোনো ধরনের লাইসেন্স,কাগজপত্রাদি ছাড়াই সুযোগ সন্ধ্যানী ভুমিকা নিয়ে তিনি তার নিজ ক্ষমতার অপব্যবহার করে নদীতে তারই নামে বোমারু মেশিন বসিয়ে দীর্ঘদিন অবৈধ ভাবে পাথর উত্তোলন করেছেন।যার লালসা তার মাঝে এখনও বিদ্যমান!আর যে কোনো প্রকারে পাথর উত্তোলন শুরু হলে তিনি পুর্বের ন্যায় সুযোগ কাজে লাগাতে পারবেন বলেই তার এত তোর-জোড়।প্রশ্ন উঠেছে অসাধু পাথর ব্যবসায়ীরা যখন কোথাও গিয়ে স্হান না পেয়ে ঘুরপাক খাচ্ছেন ঠিক তখনি জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ প্রশাসনিক দপ্তরে ওই সব অসাধু পাথর ব্যবসায়ীদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাফাই গাওয়া নিয়েও।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা-রেজাউল করিম বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের সত্যতা স্বীকার করে জানান,রফিক ও মাজেদের বিরুদ্ধে খুব দ্রুত মামলা করা হবে।
ডিমলা উপজেলার সাধারন মানুষের অভিযোগ,অবৈধ ভাবে পাথর উত্তোলনের ফলে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় হয়ে বন্যায় হাজার হাজার মানুষের বসতবাড়ি,আবাদী জমি,শিক্ষাপ্রতিষ্ঠান,কমিউনিটি ক্লিনিক,ব্রীজ,কালভার্ট,রাস্তা-ঘাট, নদীতে বিলিন হয়ে অনিশ্চয়তায় ধাবিত করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে।অন্যদিকে  উপজেলার প্রধান সড়কসহ বাইপাস সড়ক গুলোতে অবাধে পাথরবহনকারী ভারী যান চলা-চল করবার কারনে অল্পদিনেই সড়ক গুলো নাজেহাল করে সরকারের প্রতীয়মান উন্নয়নকে ব্যাহত করা হচ্ছে।এরই মধ্যে বেশ কয়েকটি রাস্তার কাজ সবে মাত্র শুরু হতে না হতেই আবারও যদি কোনো ভাবে পাথর উত্তোলন ও কেরিং শুরু হয় তবে জনদুর্ভোগ একেবারে চরমে রুপ নেবে।তাই তারা অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীসহ মদতদাতাদের বিরুদ্ধে খুব দ্রুত প্রয়োজনীয় আইনে ব্যবস্হা গ্রহন করে কোনো ভাবে যেনো পাথর উত্তোলন না হয় সে বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন।