ডিমলায় বাংলা পড়ার ব্যতিক্রম উৎসব অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বুধবার উপজেলা পরিষদ মাঠে দুপুরে বাংলা পড়ার ব্যতিক্রম উৎসব অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় গঠন দক্ষতা প্রসার (রিড) শিশু শিক্ষার্থীদের পড়া উৎসবের আয়োজন করেন। উক্ত পড়া উৎসবে উপজেলার ৭২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় শ্রেনীর ২১৬জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, আরডিআরএসের টেকনিক্যাল অফিসার জহুরুল ইসলাম, সায়েদুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ীদেও হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।