মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ-
নীলফামারীর ডিমলায় শনিবার সকালে কৃষিতে নারী অধিকার ভিত্তিক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
আন্তজার্তিক গ্রামীন নারী দিবস পালন তিস্তার পাড়ের শতাধিক নারী প্রচারাভিযান র্যালীতে অংশ্রহন করেন। অক্সফার্মের অর্থায়নে তিস্তার পাড়ের হতদরিদ্র নারীদের কৃষিতে সাবলম্বী করার লক্ষে কাজ করছে পল্লীশ্রী রিকল প্রকল্পটি।
প্রকল্পের আওতায় নারীদের কৃষিতে প্রশিক্ষন দেয়ার পাশাপাশি উন্নত মানের বীজ সংরক্ষন, বাজার মনিটরিং, নারীদের ব্যবসা প্রশারনসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হচ্ছে।
ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ।
এতে বক্তব্য রাখেন ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, ডিমলা সরকারী আবিআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ সরকার, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, পল্লীশ্রী রিকল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, সিবিও নেত্রী ফরিদা বেগম প্রমুখ।