মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর ডিমলায় মঙ্গলবার ঈদুল আযাহা উপলক্ষে দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। ডিমলা সদর ইউনিয়নে ১০ হাজার ৬৪৬ জন, বালাপাড়া ইউপিতে ৭ হাজার ৮২২ জন, ঝুনাগাছ চাপানি ৮ হাজার ১০১জন, খালিশা চাপানি ৭ হাজার ৮৭৪জন ও পুর্ব ছাতনাই ইউনিয়নের ৩হাজার ৩৮৪জনের মাঝে চাল বিতরন করা হচ্ছে।
সকালে ডিমলা সদর ইউনিয়ন চাল বিতরনের উদ্বোধন করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নাজমুল হক উপস্থিত ছিলেন। খালিশা চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ট্যাক কর্মকর্তা মকবুল হোসেন, বালাপাড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, ট্যাক কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আমির বোরহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ট্যাক কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মামুন উর রশিদ ও পুর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান, ট্যাক কর্মকর্তা ও আনছার ভিডিপি প্রশিক্ষক জুয়েলুর রহমান উপস্থিত থেকে চাল বিতরন করেন।