মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ– নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার সকালে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।ডিমলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্ব-দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। জাতীয় চার নেতার রুহের মাকফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদাক সহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নিরেন্দ্র নাথ নিরু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া,উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক উপজেলা যুবলীগের সভাপতি-শৈলেন চন্দ্র রায়,সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১০ ইউনিয়নের আঃ লীগ ও এর সকল অঙ্গসংগঠনের সভাপতি/সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মীগন ।