ডিমলায় হাসপাতালের পাচারকৃত সরকারী ঔষধ উদ্ধার

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা সরকারী হাসপাতালের পাচার হওয়া ১৩ প্রকারের ২০ হাজার ৩৩০ পিস ক্যাপসুল, সিরাপ ও ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় জেলা সিভিল সার্জন অফিস ৩টি পৃথক তদন্ত টিম গঠন করে।
মঙ্গলবার ভোর রাতে গোপন সং  বাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ উপজেলার বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের মমিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই সব সরকারী ঔষধ উদ্ধারসহ মমিনুর রহমানকে (৩৫) গ্রেফতার করে। এ ঘটনায় বুধবার রাতে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় গ্রেফতারকৃত মমিনুরসহ ৩জনকে আসামী করে মামলার দায়ের করেন। মামলা আসামীরা হলেন হাসপাতালের সহকারী কম্পাউন্ডার সফিয়ার রহমান (৩৭) , মাইক্রো চালক বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের হামিদুল ইসলামের পুত্র জুয়েল (২৬)। পুলিশের মামলায় হাসপাতালের ষ্টোর কিপার মোবারক হোসেন আসামী না করায় ও ঘটনাটি তদন্তের হাসপাতালের কর্মরত চিকিৎসক দিয়ে তদন্তে শাক দিয়ে মাছ ঢাকতে চায় জেলা স্বাস্থ্য বিভাগ।
এ ঘটনায় নীলফামারী সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ ঔষধ ভান্ডার তদন্তের জন্য ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামানকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লোকমান হোসেন। অপরদিকে বহির বিভাগের ঔষধ (আউড ডোর) তদন্তের জন্য ৪ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন আহবায়ক ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামান, সদস্য সচিব ডাঃ অনুপ কুমার রায়, সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার ও  স্বাস্থ্য পরিদর্শক লোকমান হোসেন।
নীলফামারী সিভিল সার্জন অফিস সরকারী ঔষধের ঘটনাটি তদন্তের জন্য নীলফামারী হাসপাতালের সিনিয়র কনসাল্টটেন্ড জাহাঙ্গীর আলমকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মমর্তা ডাঃ সিরাজুল ইসলাম, জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মমর্তা ডাঃ জেড,এ সিদ্দিকী ও নীলফামারী সিভিল সার্জন অফিসের ডাঃ মনিরুজ্জামান।
ডিমলা হাসপাতালের তদন্ত টিমের আহবায়ক ডাঃ রাশেদুজ্জামান জাগো নিউজকে জানান তদন্তের স্বার্থে হাসপাতালের ঔষধ ভান্ডারটি সিলগালা করা হয়েছে। তিনি জানান কমিটির সদস্যদের নিয়ে বুধবার দুপুরে মিটিং করা হয়েছে। কাগজপত্রের সাথে ঔষধের গননা করলে আসল রহস্য পাওয়া যাবে।
সিভিল সার্জন আব্দুল রশিদ জাগো নিউজকে জানান ডিমলা থেকে বিপুল পরিমান সরকারী ঔষধের ঘটনায় ৩টি পৃথক তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মমিনুর রহমানকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্্ের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীনরা ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন,‘দুই একটা ওষুধ দেয় হাসপাতাল থেকে। আর বেশীরভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে।’
সেখানে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন খালিশা চাপানী গ্রামের ১০ মাসের শিশু সিফাতের বাবা রবিউল ইসলাম বলেন,‘আমার ছেলের পাতলা পায়খা বমি হলে হাসপাতালে নিয়ে আসি। তিন দিন ধরে আছি। হাসপাতাল থেকে স্যালাইন ছাড়া কোন ওষুধ দেয় না। বাকি ওষুধ বাইরের দোকান থেকে কিনে আনছি।’ একই কথা জানান, ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছাতনাই বালাপাড়া গ্রামের এক বছরের শিশু মোবারক হোসেনের মা বিলকিস বেগম, ডালিয়া তালতলা গ্রামের দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের মা তানজিনা বেগমসহ অনেকে।