নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুলশানের ডিসিসি মার্কেটের পাকা অংশ আগামী শুক্রবার খুলে দেওয়া হবে।
বুধবার বিকেলে মার্কেটের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এ ঘোষণা দিয়েছেন ডিসিসি পাকা মার্কেটের ব্যবসায়ী সংগঠনের সভাপতি এস এম তালাল রেজবী।
তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার পরিচ্ছন্নতার কাজ চলবে। শুক্রবার মার্কেট খুলে দেওয়া হবে।
এ সময় তিনি মার্কেট পরিষ্কারের কাজ শুরু করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
গত সোমবার গভীর রাতে গুলশানের ডিসিসি কাঁচা মার্কেটে আগুন লাগে। এর ১৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখনো কাঁচা মার্কেট থেকে ধোঁয়া বের হচ্ছে।
এরই মধ্যে মার্কেটের ধসে পড়া অংশ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ছয় শতাধিক দোকান ছিল। সোমবারের আগুনে আড়াই শতাধিক দোকান পুরোপুরি পুড়ে গেছে। বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।