ডিসি-ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হলেন ১৮ কর্মী

বিশেষ প্রতিবেদকঃ মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৮ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৬ জানুয়ারি) এ পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে।
তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তারা যে জেলায় ছিলেন পদোন্নতির পর ওই জেলার জেলা প্রশাসক ও জেলার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তার পদের স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ পর্যন্ত।