ক্রীড়া ডেস্ক : হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পান ডি কক। চোট পাওয়া স্থানে স্ক্যান করা হয়েছে। হ্যামিল্টন টেস্টে তিনি থাকছেন কি না, সেটা জানা যাবে স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর। বুধবার দলের অনুশীলনের শুরুতেও ছিলেন না তিনি। পরে অবশ্য স্কোয়াডের সঙ্গে যোগ দেন।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আছেন আরো এক উইকেটকিপার- হেনরিচ ক্লাসেন। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। হ্যামিল্টনে ডি কক খেলতে না পারলে অভিষেক হয়ে যেতে পারে ২৫ বছর বয়সি এই ক্রিকেটারের।
চোটের শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরেও। চোট ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে দিয়েছিল রস টেলর ও ট্রেন্ট বোল্টকে। হ্যামিল্টনেও টেলরের না থাকা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। বোল্ট চোট কাটিয়ে উঠলেও এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি। তৃতীয় টেস্টে তিনি থাকবেন কি না, সেটি জানা যাবে এ সপ্তাহের মধ্যেই। সেডন পার্কে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী শনিবার।