ডুমনীতে ইয়াবা সম্রাজ্ঞী রাজিয়া গ্রেফতার

এস.এম.নাহিদ ঃ রাজধানী খিলক্ষেত থানার অন্তর্গত ডুমনী এলাকার মাদক সম্রাট আবুলের স্ত্রী ইয়াবা ডিলার রাজিয়া (৩৪) কে খিলক্ষেত থানার চৌকস অফিসার এস আই মোঃ কিবির হোসেন অত্যন্ত সুকৈাশলে অদ্য ১৫/০৩/২০১৭ইং তারিখ বৃহস্পতিবার বিকাল আনুঃ ৪:১৫ মিনিটের সময় ১৭ (সতের) পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে। বর্তমানে আসামী রাজিয়া খিলক্ষেত থানার পুলিশ হেফাজতে আছে। এই বিষয়ে এস আই কিবিরের সঙ্গে কথা বললে তিনি জানান – আসামী বর্তমানে থানা হেফাজতে আছে এবং মাদক দব্র্য নিয়ন্ত্রন আইনে ১৯৯০ এর ১৯ (১) এর ৯ (ক) ধারায় মামলার প্রস্তুতি চলছে।