এস.এম.নাহিদ : ঢাকা-১৮ আসনের খিলক্ষেতে ডুমনী নূরপাড়া এলাকায় মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনাটি কেবল তাৎক্ষণিক উত্তেজনা নয়, এটি রক্ষণশীল সমাজব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিনের সহাবস্থানের একটি জটিল প্রতিফলন। সোমবার ২৬ জানুয়ারি ক্রীড়া অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ রাজনৈতিক গণসংযোগ শুরু হওয়ায় যে অস্বস্তি তৈরি হয়, তার পেছনে ছিল শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটি সুস্পষ্ট সামাজিক প্রত্যাশা। নূরপাড়ার মতো এলাকায় মাদ্রাসা ও এতিমখানা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং সামাজিক ঐক্য ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু।
রক্ষণশীল এই সমাজের ভেতরেই রয়েছে সক্রিয় রাজনৈতিক পরিচয়। স্থানীয়ভাবে পরিচিত দিদার মোল্লা বিএনপির ৪৩নং ওয়ার্ড সভাপতি এবং মাদ্রাসার কাছেই তাঁর বাড়ি। অন্যদিকে এই মাদ্রাসার অধ্যক্ষ বরকতউল্লাহ ২০২৩ সালে বগুড়া–২ আসন থেকে বিএনএফের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবু এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও মাদ্রাসার কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে রাখার একটি অলিখিত সামাজিক ঐকমত্য দীর্ঘদিন ধরে বজায় ছিল। ক্রীড়া অনুষ্ঠানেও তাঁদের উপস্থিতি ছিল সামাজিক মর্যাদার কারণে, কোন রাজনৈতিক ভূমিকার জন্য নয়।
স্থানীয়দের মতে, সংঘর্ষের সূত্রপাত হয় তখনই যখন সেই অলিখিত সীমারেখা ভেঙে শিক্ষাঙ্গনের আয়োজনে সরাসরি রাজনৈতিক বক্তব্য শুরু হয়। বিশেষ করে অভিভাবকদের উপস্থিতিতে শিশুদের অংশগ্রহণে আয়োজিত খেলাধুলার মধ্যে রাজনৈতিক মিছিল ও স্লোগান রক্ষণশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে পড়া হওয়ায় মাদ্রাসা ও এতিমখানাই তাদের প্রধান সামাজিক আশ্রয়। ফলে এসব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা তাদের মধ্যে সংবেদনশীল ক্ষোভ তৈরি করে, যা কিনা একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সব মিলিয়ে নূরপাড়ার ঘটনাটি কোনো একক ব্যক্তি বা দলের বিরুদ্ধে সহিংস প্রতিক্রিয়ার চেয়ে বেশি করে তুলে ধরে একটি সমাজের ভেতরে রাজনীতি থাকলেও শিক্ষাঙ্গনকে রাজনৈতিক মুক্ত রাখার গভীর আকাঙ্ক্ষা। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘটনা স্মরণ করিয়ে দেয় যে – রাজনৈতিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সামাজিক বাস্তবতা, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতন্ত্র অবস্থান বিবেচনায় না নিলে সংঘাত যেকোনো সময়ে যেকোনো স্থানে অনিবার্য হয়ে উঠতে পারে।


