ডুমুরিয়ায় পিকআপ ভ্যান-নসিমন সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিবেদকঃ খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে মাজেদ মোড়ল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার চুকনগরের মালতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার আলাদিপুর গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে। তিনি নসিমনের চালক ছিলেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, রাতে মালতিয়া এলাকায় পিকআপ ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক মাজেদ মোড়ল ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ঘাতক পিকআপটি ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ পুলিশের কাছে আছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।