মনির হোসেন জীবন : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য এবং জামজমকপূর্ণ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী সদস্যদের সম্মান জানাতে আয়োজনটি ছিল উৎসব মূখর এবং এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়েছিল।
শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) উত্তরা বাংলাদেশ ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিশিষ্ট সমাজসেবক এম. কফিল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুসাউ-এর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন এবং রশীদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী বখতিয়ার মেহেদী।
এছাড়া অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক এবং সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাউ-এর বর্তমান সভাপতি কাজী সিয়াম সাজিদ এবং সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির।
ডুসাউ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের বর্তমান সভাপতি কাজী সিয়াম সাজিদ বলেন, একতা, বন্ধুত্ব ও মানবতা—এই তিন মূলমন্ত্র নিয়ে ডুসাউ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজনে ডুসাউ সদা জাগ্রত। সামাজিক সংগঠন হিসেবে ডুসাউ এর ব্যাপক সুনাম রয়েছে। এছাড়াও সামাজিক, আত্মউন্নয়ন এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে আমরা এই সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করি।


