বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডুয়েল ক্যামেরাযুক্ত জিআর ফাইভের ২০১৭ সংস্করণের নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রিমিয়াম ডিজাইন ও কাটিং এ্যাজ প্রযুক্তির স্মার্টফোনটি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সামনে উন্মোচন করা হয়।
দৃষ্টিনন্দন ও শক্তিশালী ডিভাইস জিআর ৫-এর ২০১৭ সংস্করণটির আধুনিক প্রযুক্তির ডুয়াল ক্যামেরা দিয়ে অসাধারণ সব ছবি তোলা সম্ভব। ডুয়েল ক্যামেরার মধ্যে একটি ১২, অন্যটি ২ মেগাপিক্সেল যেগুলো ছবি তোলার ক্ষেত্রে একসঙ্গে চমৎকার কাজ করে। মাত্র ০.৩ সেকেন্ডে অটোফোকাস করে নিয়ে ডাইনামিক ডেপথ অব ফিল্ড মানের ছবি তোলা সম্ভব নতুন এই মডেলের হ্যান্ডসেটটি দিয়ে।
আরো আছে বুকেহ ইফেক্ট ও ওয়াইড-অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা। ফ্রন্ট ক্যামেরার ৮ মেগাপিক্সেল দিয়ে ৭৮ ডিগ্রি কোণ পর্যন্ত ওয়াইড-অ্যাঙ্গেল ভিজ্যুয়াল রেঞ্জে এবং এতে ৪পি লেন্স থাকায় চলমান প্যানারমা ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা। সেলফি ক্যামেরাতে আরো আছে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিং ও ডায়নামিক সেলফি ভিডিও করার সুবিধা।
ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হাইসিলিকন কিরিন ৬৫৫ মডেলের শক্তিশালী অক্টা কোর প্রসেসর। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বমানের বায়োম্যাট্রিক ৩.০ সংস্করণের ফিঙ্গারপ্রিন্ট রিকোগনিশন প্রযুক্তি আছে হ্যান্ডসেটটিতে, যা ৩৬০ ডিগ্রি কোণে কাজ করতে সক্ষম।
দীর্ঘ সময় ধরে চিন্তামুক্ত ব্যবহারের উদ্দেশ্যে হুয়াওয়ে জিআর ফাইভ ২০১৭-এ আছে পাওয়ার সেভিং প্রযুক্তিসম্পন্ন ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা সিঙ্গেল চার্জে এক দিনের বেশি সময় ধরে নিশ্চিন্তে ব্যবহার করার সুবিধা দিতে সক্ষম। ৫.৫ ইঞ্চির হাই ডেফিনেশন ডিসপ্লেসমৃদ্ধ স্ক্রিন ব্যবহার করা হয়েছে ডিভাইসটির মেটালিক ইউনিবডির ওপর।
ডিভাইসটি উন্মোচন প্রসঙ্গে হুয়াওয়ে টেকনলোজিস (বাংলাদেশ) লি.-এর ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘ক্রেতাদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে বাজেটের মধ্যে কর্মদক্ষ, বিনোদনমূলক এবং অসাধারণ ক্যামেরার অভিজ্ঞতা পাওয়া যাবে নতুন এই হ্যান্ডসেটটিতে। বাজেটের মধ্যে থেকে ক্রেতারা যেন উচ্চ প্রযুক্তি ও উন্নত ক্যামেরা ব্যবহার করে তাদের প্রতিভা বিকাশ ও জীবন ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করতে পারে তা বিবেচনা করেই আমরা জিআর ৫ ২০১৭ সংস্করণ বাজারজাত শুরু করেছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্মার্টফোন বাজারের প্রতি আমরা দৃঢ়-প্রতিজ্ঞ আর এ বিষয়টি মাথায় রেখেই আমরা পরিকল্পনা বাস্তবায়ন করে থাকি।’
১৫ ডিসেম্বর পর্যন্ত নতুন জিআর ৫ ২০১৭-এর জন্য প্রি-বুকিং দিতে পারবেন আগ্রহী ক্রেতারা। প্রি-বুকিংয়ে রয়েছে আকর্ষণীয় উপহার সামগ্রী যেমন- ব্যাগপ্যাক, সেলফি স্টিক এবং ৩২ জিবি এসডি কার্ড। এছাড়া হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে ৬ মাসের ইএমআই বা কিস্তি সুবিধা দিচ্ছে হুয়াওয়ে। বাংলাদেশের বাজারে জিআর ৫ ২০১৭ সংস্করণটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৯০০ টাকা।