ডেকোরেটরের তারে বিদ্যুতায়িত হয়ে ছাত্র নিহতের জরিমানা দিতে হলো মাদ্রাসা কর্তৃপক্ষকে

কাশেম মাইক ও ডেকোরেটরের তারে বিদ্যুতায়িত হয়ে ছাত্র নিহতের জরিমানা দিতে হলো মাদ্রাসা কর্তৃপক্ষকে ॥ এলাকাবাসির ক্ষোভ প্রকাশ।
আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় কৌশল করে মাদ্রাসা কর্তৃপক্ষকে জরিমানা দিতে বাধ্য করা হয়েছে বলে স্থানীয়রা জানান। জানা যায়, গত বৃহস্পতিবার গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়ায় ওয়াজ মাহফিলের জন্য গাংনীর কাশেম মাইক এন্ড ডেকোরেটরের লোক জন মাদ্রাসার একটি গাছে মাইক লাগায়। পরে ওয়াজ মাহফিল শেষ হলে কাশেম মাইকের লোকজন স্কুল ছাত্র মুস্তাফিজুর রহমানকে গাছে তুলে দেয় মাইক খোলার জন্য। কিন্তু কাশেম মাইকের লোকজন বিদ্যুত সংযোগ আছে কিনা না জেনে ঐ ছাত্রকে বিদ্যুত সংযোগ নাই বলে নিশ্চিত করে তাকে গাছে উঠিয়ে দেয়। ফলে মাইক নামাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঐ ছাত্র মাটিতে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এম কে রেজা তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় স্থানীয়রা কাশেম মাইক ও ডেকোরেটর এর মালিক মতির উপর ক্ষুব্ধ হয়ে গণপিটুনি দেয়। স্থানীয়দের ক্ষোভের মুখে অভিযৃক্ত মতি কৌশলে ঘটনা স্থল ত্যাগ করে। এলাকাবাসি মনে করেন অভিযুক্ত মতি কৌশলে মাদ্রাসা কর্তৃপক্ষকে ফাঁসিয়ে উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়েছে। তারা দাবি করেন ছাত্রের মৃত্যুর কারণ অভিযুক্ত মতির কর্মকান্ড। কারণ হিসেবে তারা বলেন, মতি ঐ ছাত্রকে গাছে তুলে দিয়েছে। গাছে তোলার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কিছুই জানেনা অথচ কী কারণে মাদ্রাসা কর্তৃপক্ষকে জরিমানা করা হলো এটা বোধগম্য নয়। এ বিষয়ে গাংনী পৌর এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্ত মতির উপযুক্ত শাস্তির দাবি করেন।