ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

রেকর্ড ৫০ হাজার ডেঙ্গু রোগী, সুস্থ ৮৪ শতাংশ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজনের এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। 

ড্যাশবোর্ড থেকে আরও জানা যায়, মৃতদের মধ্যে ২০ বছরের কমবয়সি চারজন। ৪০ বছরের বেশি বয়সিও চারজন। নিহতদের মধ্যে নারী ৫ জন এবং পুরুষও ৫ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কমবয়সি শিশু রয়েছে ৫৮ জন। সবচেয়ে বেশি রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সি তরুণ।

চলতি সপ্তাহে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু এবং ৪,৪৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।