ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯৮৩ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার সাতজন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪৮ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৫৯ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৯ জন। এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।