
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, এদের মধ্যে ১৯৪ জনই রাজধানীর, বাকি ১০ জন ঢাকার বাইরের।
শনিবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৫৮ ডেঙ্গু রোগী। এছাড়া অন্যান্য বিভাগে মোট ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে ৩৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩ হাজার ৩১২ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য পাওয়া গেলেও এখনও কোনো মৃত্যুই ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি আইইডিসিআর।