বিনোদন ডেস্ক : জনপ্রিয় সিনেমা সিরিজ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র পঞ্চম কিস্তি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেলস।
গত ২ অক্টোবর প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার ট্রেইলার।
আগের সিনেমাগুলোর মতো এবারের সিনেমাতেও থাকছে উত্তেজনায় ভরা গল্প। অন্তত টিজারে এমনটাই আভাস মিলেছে।
প্রকাশিত টিজারে দেখা গেছে, পাইরেটসদের নিজের রাজ্য। সেখানে এমন একজনকে দেখানো হয়েছে যে কিনা তার হারানো ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে আছে। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে খুঁজছে সে। টিজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এর ব্র্যাকগ্রাউন্ড মিউজিক। তবে টিজারে দেখা মেলেনি ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্র জনি ডেপের।
জনি ডেপ ছাড়াও সিনেমায় আরো অভিনয় করছেন, জিওফ্রে রাস, অরলান্ডো ব্লুম, কেভিন ম্যাকনালি, জাভিয়ার বারডেম, ব্রেনটন থোয়াইটস এবং কায়া স্কডেলারিও।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেলস সিনেমাটি পরিচালনা করছেন জোয়াকিম রনিং এবং এসপেন স্যান্ডবার্গ। জেরি ব্রুখেইমারের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন জেফ নাথানসন। ২০১৭ সালে মুক্তি পাবে সিনেমাটি।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের প্রথম সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল। এরপর ২০০৬ সালে মুক্তি পায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট এবং ২০০৭ সালে মুক্তি পায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড। ২০১১ সালে মুক্তি পায় সিরিজের চতুর্থ সিক্যুয়েল পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস। প্রত্যেক সিনেমাতেই ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ।
দেখুন : ডেড মেন টেল নো টেলস সিনেমার টিজার