ডেসটিনির অর্থপাচার মামলায় সাক্ষ্য ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচারের অভিযোগে ডেসটিনির বিরুদ্ধে দুদকের করা একটি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামি ১৮ জানুয়ারি রেখেছেন আদালত।

বুধবার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে কোন সাক্ষি আদালতে হাজির না হওয়ায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো : আকতারুজ্জামান সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তরিখ ঠিক করেছেন বলে জানিয়েছেন ওই আদালতের পেশকার মোকাররম হোসেন।

গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা দুই মামলায় প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদের মধ্যে ৪৬ জন পলাতক।

প্রায় ৪ হাজার ১১৯ কোটি টাকা পাচারের দুইটি মামলায় ২০১৪ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির এমডি মোঃ রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লেঃ কর্নেল (অব.) মোঃ দিদারুল আলম, মোঃ জিয়াউল হক মোল্লা, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা।

২০১২ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে দুদক।