
নিজস্ব প্রতিবেদক : অর্থপাচারের অভিযোগে করা দুটি মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির এমডি রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
ফলে ডেসটিনির এই দুই কর্মকর্তার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ২৪ নভেম্বর দুটি মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির এমডি রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ডেসটিনির দুই কর্ণধর। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত আজ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ঊর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। চলতি বছরের ২৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়।