
আন্তর্জাতিক ডেস্ক : নির্বাহী আদেশের মাধ্যমে জারি করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পর্যালোচনা করবেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।
স্থানীয় সময় সোমবার এ বিষয়ে শুনানি হবে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট অব আপিলসে। আপিল কোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি করবেন। এ তিন বিচারপতি প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে নিয়োগপ্রাপ্ত।
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার অংশবিশেষ স্থগিত হয় হাওয়াইয়ের বিচারক রায়ে। নতুন করে আদালতের পর্যালোচনার পর কোনো পরিবর্তন আসছে কি না, তা জানা যাবে।
মার্চ মাসে দ্বিতীয় দফায় নির্বাহী আদেশের মাধ্যমে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এতে ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ২০ জানুয়ায়ী ক্ষমতায় আসার এক সপ্তাহ পর ২৭ জানুয়ারি প্রথমবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন, যেখানে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়। সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সুদান ও সোমালিয়ার নাগরিকরা নিষেধাজ্ঞার শিকার হন। তখন সব দেশের শরণার্থীদের ১২০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। আর সিরীয় শরণার্থীদের বেলায় তা ছিল অনির্দিষ্ট কালের জন্য।
প্রথম দফার সাময়িক নিষেধাজ্ঞা আদালত রহিত করে দিলে আইনি জটিলতা এড়িয়ে দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। কিন্তু এর অংশবিশেষ আদালত রহিত করে দেন। ফলে অর্ধকার্যকর অবস্থায় রয়েছে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা। দ্বিতীয় দফার নিষেধাজ্ঞায় ইরাকের নাম বাদ দিয়ে অন্য ছয়টি দেশের নাম রাখ হয় এবং সিরিয়াসহ সব দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে চার মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডিস্ট্রিক্ট জাজ ডেরিক ওয়াটসন ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শরণার্থী প্রবেশের ১২০ দিনের নিষেধাজ্ঞার অংশবিশেষ রহিত করে দেন।
গত সপ্তাহে ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের চতুর্থ সার্কিট কোর্ট অব আপিলস মেরিল্যান্ড বিচারকের স্থগিতের আদেশ পর্যালোচনা করেন কিন্তু পর্যালোচনা শেষে কোনো রায় আসেনি।
তথ্যসূত্র : রয়টার্স অনলাইন