ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুলতে চান ফ্লিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাইছেন তারই বরখাস্তকৃত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তবে এর জন্য তিনি দায়মুক্তি দাবি করেছেন। ফ্লিনের আইনজীবীর বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ফ্লিনের আইনজীবী রবার্ট কেলনার বলেছেন, ‘আমার মক্কেল একটি গল্প শোনাতে চায়।’ কিন্তু এর জন্য অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার পরিবর্তে তার পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিতে হবে।

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করছে কংগ্রেসের সিনেটের গোয়েন্দা বিষয়ক গোয়েন্দা কমিটি। কমিটির প্রথম শুনানি স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হয়েছে। শুনানিতে যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনারও রয়েছেন।

গত ফেব্রুয়ারিতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের সম্ভাব্য সূত্র ধরে ফ্লিনকে পদত্যাগে বাধ্য করা হয়। তারপর থেকেই রাশিয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তে নামে এফবিআই ও সিনেটের গোয়েন্দা কমিটি।