মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- জরিনা বেগম (৪০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ঘরে বাঁশের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মহদেহ উদ্ধার করা হয়েছে। জরিনা নীলফামারী ডোমার উপজেলার পাঙ্গা ইউনিয়নের জলদানপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী এবং ৫ সন্তানের জননী।
পরিবার সুত্রে জানা গেছে, জরিনা গত কয়েক বছর ধরে মানষিক রোগে ভুগছিল। বুধবার বিকেলে নিজ ঘরের বাঁশের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।
ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে বিষয়টি অবগত করলে তিনি থানায় খবর দেন। পরে সন্ধ্যা সাতটায় ডোমার থানার এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।