ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ– দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন,গাছ লুট,হত্যার হুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া কুরার হাটে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান এক্য পরিষদ ডোমার উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঐক্যপরিষদ নেতা জনার্ধন বর্মনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,ডোমার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক লিটন,জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্বল ,হিন্দু,বৌদ্ধও খ্রীষ্টান এক্য পরিষদ ডোমার উপজেলা শাখার অর্থ সম্পাদক বাবু জগদিশ চন্দ্র,ললিতা রানী রায়,ফিরোজ পারভেজ,আব্দুল কাদের প্রোরামানিক প্রমুখ। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করে একাকত্বতা প্রকাশ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান গত ২৯ জানুয়ারী তারিখে জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া মোহনপাড়ার জীবন মোহন রায়ের ছেলে জগদীশ চন্দ্র ও দিনবন্ধু রায়ের ৬বিঘা জমির উপর প্রায় ২২০টি গাছ রাতের আধারে কেটে নিয়ে যায়। এনিয়ে প্রতিবাদ করলে নুরুজ্জামানের লোকজন তাদের প্রানে মেরে ফেলার হুমকি প্রদানসহ দেশ থেকে বিতারিত করার হুমকি দেন ।অবিলম্বে নুরুজ্জামান সহ দোষি ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক সাস্তির দাবী করেন বক্তারা। জগদীশ চন্দ্র জানায়, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দিতে গেলে থানা মামলা নেয়নি।