ডোমারে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর ডোমারে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের  ডোমার থানা চত্তরে  কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল ও সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ। এতে বক্তব্য রাখেন,বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওহাদেুজ্জামান বুলেট,সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, উপজেলা যুবলীগ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন,বামুনিয়া কমিউনিটি পুলিশের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়,ডোমার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, সৈয়দ বিন মোর্শেদ তরুন, মিজানুর রহমান টুলু,ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আসাদুজ্জামান হিল্লোল প্রমূখ।