মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ ডোমার থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানা চত্তরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান।
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সুফি সামসুদ্দিন হোসাইনী, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু,সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ। মুক্ত আলোচনায় অংশ নেয়,ইউপি সদস্য নুর ইসলাম,মনোরঞ্জন রায়,ছলেমান আলী,সোনারায় ইউনিয়ন কমিউনিটি পুলিশের আহবায়ক শহিদ আহমেদ শান্তু,পৌর কাউন্সিলর শফিক বিন মোর্শেদ তরুন,এনায়েত হোসেন নয়ন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান চয়ন,তাপস কুমার অধিকারী,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিনুর রহমান ও ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন রিমুন প্রমূখ।