
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি: “জঙ্গি মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” এ শ্লোগানে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকাল হতে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির আয়োজন করে কমিউনিটি পুলিশিং ডোমার থানা পুলিশ।
দুপুরে দিকে থানা চত্ত¡র হতে ব্যানার ফেস্টুন সহকারে পুলিশ, কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও সুধিজনসহ প্রায় সহ¯্রাধীক সাধারন মানুষের একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্ত¡রে আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জিয়াউর রহমান জিয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাওহিদ উদ দৌলা লুপম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, মেহেরুন আকতার পলিন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. মুফতি মাহমুদ বীন আলম, বনিক সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান রিমুন, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক,সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানটি স ালনা করেন কমিউনিটি পুলিশিং সদর ইউনিয়নের সভাপতি রশিদুল ইসলাম। শেষে ডোমার থানার এ দল ও বি দলের মধ্যে প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।