
নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীর ডোমারের এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে শনিবার সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। মৃত শারমিন আকতার(১৮) মজিবর রহমানের চতুর্থ কন্যা ও চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।
পারিবারিক সুত্রে জানা যায়,শারমিন আকতার প্রতিদিনের মতো সকালে ভাত খেয়ে কলেজে যাওয়ার জন্য তার বাবার কাছে টাকা চায়,তার বাবা ১শত টাকা দিয়ে বাইরে কাজে যায়। তার মা বাড়ীর রান্না ঘড়ে কাজে ব্যাস্ত থাকে।এই সময়ে শারমিন তার শোয়ার ঘড়ে বৈদূতিক পাখায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। বাড়ীর কাজ শেষে তার মা ঘড়ের দরজা ভিতর থেকে বন্ধ দেখেতে পেয়ে পিছনের জানলা দিয়ে উকি মরে শারমিনকে ঝুলতে দেখে,তার আত্মচিৎকারে আসেপাসের লোকজন এসে ঘড়ের ব্যাড়া ভেঙ্গে বিতরে গিয়ে মৃত ও ঝুলন্ত শারমিনকে উদ্ধার করে।
ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একামুল হক ও চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফজলুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।