ডোমারে জমির সীমানা নিয়ে সংঘর্ষ আহত-৪

মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- নীলফামারীর ডোমারে জমির সীমানা নিয়ে সংঘর্ষে চার জন আহত হয়েছেন। আহতদের একই পরিবারের তিনজনকে ডোমার উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ও অপর এক জনকে ডিমলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ২৪শে নভেম্বর বৃহস্পতিবার উপজেলার পাঙ্গা-মটুকপুর ইউনিয়নের মৈাজা পাঙ্গা গ্রামে বিকেলে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন বাচ্চা মিয়ার ছেলে ,আজিজার রহমান (গাপাউ) তার স্ত্রী সাহের বানু ও ছেলে ছাদেকুর রহমান এবং ফজলুল হকের স্ত্রী লাজিনা বেগম। মামলা সুত্রে যানা যায় যে ,মৌজা পাঙ্গা জে,এল নং-২৯,খতিয়ান নং-১১১৬,দাগ নং-৭৬০০,জমির পরিমান ১ একর এর মধ্যে ৯৫ শতক।-২১ শতকের সীমানা লইয়া বিরোধ চলছিল বাচ্চা মিয়ার ছেলে আজিজার রহমান ও হুসেন আলীর ছেলে দুলাল হোসেনের সাথে।ঘটনার দিন বিকালে দুলাল হোসেন অমিমাংশ জমির আইল কোদাল দ্বারা কাটিতে গেলে ,আজিজার রহমান (গাপাউ) বাধা প্রদান করিলে ,দুলাল হোসেনের লোকজন দেশিয় অস্ত্র দ্বারা হামলা করলে আজিজার রহমান,তার স্ত্রী ,ছেলে গুরু তর আহত হয়। আহতরা বর্তমানে ডোমার উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এবং অপর পক্ষের একজন ডিমলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ডোমার থানায় একটি মামলা হয়েছে।যাহার মামলা নং-১৭,তারিখ-২৬/১১/১৬ । ডোমার থানার ওসি(তদন্ত) হারেসুল ইসলাম মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।