ডোমারে দিন দুপুরে চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধারন

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর ডোমারে অভিনব কায়দায় দিন দুপুরে চুরি, চোর গ্রুপের ছবি প্রকাশ।  মঙ্গলবার(৬জুন) দুপুরে ডোমার উপ শহরে করতোয়া কুরিয়ার সার্ভিস কেন্দ্রের মুগ্ধ অটো’র দোকান থেকে চোর ও প্রতারনা চক্রের গ্রুপ মবিল কিনতে এসে ম্যানেজারের চোখকে ফাঁকি অভিনব কায়দায় প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। যাহা দোকানের সিসি ক্যামেরায় বন্দি হয়। দোকানের ম্যানেজার আব্দুল বাছেদ জানান, ঠিক দুপুর পনে একটার দিকে, বেশ কিছু ক্রেতা দোকানে ভীড় জমায়। তাদের মধ্যে একজন মবিল কেনে অপর দিকে আরেকজন মবিল দরদাম করতে থাকে। দোকানের কর্মচারী আশিকুরকে ৫শত টাকার নোট ভাঙ্গাতে আরেক দোকানে সু-কৌশলে পাঠায় ক্রেতারা। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথম ক্রেতা তার চোখকে ফাঁকি দিয়ে দোকানের ক্যাশ বাক্্র হতে ব্যাগে রাখা লক্ষাধিক টাকা ব্যাগসহ নিয়ে উধাও হয়। যাহা দোকানের সিসি ক্যামেরায় ফুটেজ থেকে প্রকাশ পায়। এবিষয়ে দোকানের সত্বাধীকারী ওমর ফারুক জানান, এর আগেও গত ১১জানুয়ারী রাতে আমার দোকানে ৭লক্ষ টাকার মালামাল চুরি হয়। এই চুরিটি একই গ্রুপের সদস্যরা করতে পারে বলে তিনি ধারনা করেন।  চোরের ছবি দেখে সনাক্তকারীর নাম গোপন রাখার শর্তে মোবাইল নম্বর- ০১৭৩০-৯৫০১১৪, যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। এবং সন্ধানকারীকে পুরস্কারের ঘোষনা দেন ওমর ফারুক।